সুনামগঞ্জ সমিতি সিলেট’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:২৫:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ‘কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা’ আগামীকাল শনিবার বেলা আড়াইটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি নাছিম হোসেইন। সংবর্ধনা কমিটির আহবায়ক সৈয়দ নেছার আহমদ ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি