ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:৩৬:৩৬ অপরাহ্ন
২ দশমিক ১৬৭ মিটার সড়ক মেরামতে ব্যয় হবে ৮ কোটি
কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: দুই দশক আগে নির্মিত হয় ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি সড়ক। ৫ দশমিক ৪৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ককে কেন্দ্র করেই শাহ আরেফিন থেকে পাথর উত্তোলন হতো। ট্রাক-ট্রাক্টরে করে পাথর যেত দেশের বিভিন্ন প্রান্তে। সীমান্ত এই জনপদ মুখর হয়ে থাকত অগুনতি মানুষের কর্মচাঞ্চল্যে। অবশ্য, সড়কটি ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগেরও কমতি ছিল না। ক্ষতিগ্রস্ত সড়কটি এখন সীমান্ত এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত জনপদের ক্ষতিগ্রস্ত সড়কে এবার উন্নয়নের ছোঁয়া লাগছে। অবশেষে এটি মেরামতের উদ্যোগ নিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। উপজেলার ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৪৫ মিটার সড়কটি অবশেষে মেরামত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ৮ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ জনপদের এই সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এর ফলে কোম্পানীগঞ্জের জনগুরুত্বপূর্ণ এই সড়কের আশপাশের ৮-১০ গ্রামের লোকজন এর সুফল ভোগ করবেন। এদিন ওই সড়কের ভোলাগঞ্জ এলাকায় মন্ত্রী ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন ঘোষণা করেন। ৮ কোটি টাকা ব্যয়ে আপাতত সড়কের ২ দশমিক ১৬৭ মিটার (ভোলাগঞ্জ থেকে বাবুলনগর পর্যন্ত) অংশ আরসিসি ঢালাই হবে। এর আগে এদিন কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন মন্ত্রী। ওই স্টেশন ৩ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬৭৭ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন ওড়ান। পরে উপজেলা হেডকোয়ার্টার-টুকেরবাজার আরএইচডি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। মধ্যাহ্ন ভোজের আগে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছির ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলীকে দেখতে পাড়ুয়া এবং ইসলামপুর গ্রামে যান তিনি।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সিলেট বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অখিল বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।