বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা
দেশকে এগিয়ে নিতে শিক্ষকের ত্যাগ তিতিক্ষার বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:৪৯:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘কাঙ্কিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালীসহ নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কেক কেটে, চকলেট উপহার, কার্ড-ফেস্টুনে লিখে, নানামুখী আয়োজনে শিক্ষকদের শুভেচ্ছা জানান। ।
শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তারা দেশ ও জাতি বিনির্মাণে শিক্ষকদের অপরিসীম ত্যাগের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষক সম্প্রদায় পরিবর্তন, ন্যায়ানুগ ও প্রশিক্ষিত সমাজ গঠনের রূপকার। যদি শিক্ষক না থাকেন, একটি জাতি নিঃশেষ হয়ে যেতে পারে। দেশকে এগিয়ে নিতে, উন্নত ও সমৃদ্ধ করতে ভালো শিক্ষকের ত্যাগ তিতিক্ষার বিকল্প নেই। শিক্ষকদের সামাজিক, আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এমসি কলেজ : এমসি কলেজ প্রতিনিধি জানান, সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর শ্রীনিবাস দে, প্রফেসর আহমদ হোসেন, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর কৃষ্ণা প্রিয়া দাস, প্রফেসর পরাগ কান্তি দেব, প্রফেসর আব্দুল কুদ্দুছ, প্রফেসর হারুন অর রশীদ, প্রফেসর আশফাক আহমেদ সীমা, প্রফেসর শফিউল আলম, প্রফেসর শামীমা আক্তার চৌধুরী, প্রফেসর বদরুল আলম, প্রফেসর অহিদুর রব, প্রফেসর মো. ইসলাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহমদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুছাদ্দেক হোসেন খান, রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভ প্রমুখ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামানের কোরআন তিলাওয়াত ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দেবশ্রী পৈত্যের গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দি এইডেড হাইস্কুল : বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে দি এইডেড হাইস্কুলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান নতুন কারিকুলামের মাধ্যমে একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলীর সভাপতিত্বে ও স্বপন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক রোজিনা বেগম, আবুল কাহহার, প্রাক্তন শিক্ষক অভিমন্যু ভট্রাচার্য, সিতেশ চন্দ্র তালুকদার, শ্রী নিলোৎপল চক্রবর্তী, আব্দুল মঈন খান, ফাহমিদা আক্তার, নিখিল চক্রবর্তী, রীমা খান, মজির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেনীর খ শাখার ছাত্র আফনানুল করিম চৌধুরী। গীতা পাঠ করেন ৭ম শ্রেনীর খ শাখার ছাত্র সৌমিত্র সাম্য সমাজপতি, স্বরচিত কবিতা পাঠ করেন সহকারী শিক্ষক মনি দে।
এ দিকে এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত র্যালী ও আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে সম্মাননা জানান এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলী। তিনি তাঁর তোপখানাস্থ বাসায় যান এবং তাকে শিক্ষক দিবসের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয় : গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা ইউএনও নাসরিন আক্তার।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও মো. লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ফিরোজা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তাপাদার, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, একাডেমিক সুপারভাইজার শিরিন আক্তার, ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাজেদা সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির আহমদ, সিনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, জোয়াদ খান, স্বপন চন্দ্র নাথ, আব্দুল মান্নান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার সোনিয়া, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুর রহমান প্রমুখ।
স্কলার্সহোম : স্কলার্সহোম মেজরটিলা কলেজে সকাল ১০টায় কলেজের ইনডোর অডিটোরিয়ামে ফিতা কেটে শিক্ষক দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও শিক্ষার্থীদের যৌথ উপস্থাপনায় শিক্ষক দিবসের কার্যক্রম শুরু হয়। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক নিজামউদ্দিন আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মওলা চৌধুরী। এছাড়া প্রাথমিক সেকশনের উদ্যোগেও শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে এক আনন্দোচ্ছ্বাসপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
গোয়াইনঘাট : গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দের সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক শাহ আলম, প্রভাষক অলকেশ দে, আরাফাত রুস্তÍম, ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মো. হারুন রশীদ, বিল্লাল হোসেন, গীতা রানী দে, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মনির উদ্দিন, সহকারী শিক্ষক সহিদুর রহমান, মাহবুব আলম, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী সেলিনা বেগম, ল্যাব সহকারী সাহাব উদ্দিন, জসীম উদ্দিন।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফুল দিয়ে শিক্ষকদের বরণ করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সমবায় অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে খানম আহমদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর কোরআন তেলাওয়াত ও তপন সরকারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার। বক্তব্য রাখেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়তুন নেছা, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস শহীদ, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস, ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অসীম চন্দ্র পাল, আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুক মিয়া, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।
শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা, র্যালী, কৃতি ও গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক কমিটির সদস্য মো. মামুন আহমেদ, ইমাম হোসেন সোহেল ও কাঞ্চন দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সবায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, প্রাক্তন শিক্ষক আমিরুল হক। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষার্থী তাসনিম তাহিয়া, নিরব দে বাঁধন প্রমুখ। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আঞ্জুমান শিমাত সাফা ও গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্ক দাস।