স্কুলছাত্রী রাজনা হত্যা ইউপি সদস্য রাজ্জাক দুই দিনের রিমান্ডে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৫:২১:৩৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: শান্তিগঞ্জে স্কুলছাত্রী রাজনা হত্যাকা-ে জড়িত থাকায় চাচাতো ভাই সালমান ও তার মা আইরুন নেছাকে দু’দফা রিমান্ডের পর এবার পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো: রাজ্জাক মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ আমলী আদালতের ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন এ আদেশ দেন।
এর আগে চাঞ্চল্যকর স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রাজ্জাককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যার ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য রাজ্জাকের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় বস্তাবন্দি অবস্থায় শরীফপুর তালুকদার বাড়ি এলাকায় দিরাই-মদনপুর সড়কের পাশে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রাজনার বাবা ইসরাইল মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।