সিলেট-শিলচর উৎসবের ২য় রাউন্ড সম্পন্ন ‘বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়ন অংশীদার’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৫:২৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-শিলচর উৎসবের ২য় রাউন্ডের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করা হয়।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সংসদ সদস্য পঙ্কজ নাথের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো রামি নিরঞ্জন দেসাই ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসবে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারত শুধুমাত্র ভালো বন্ধু এবং প্রতিবেশী নয়, বাংলাদেশ ও ভারত একে অপরের উন্নয়ন অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের মাধ্যমে অঞ্চলের জনসাধারণের জীবন মানের পরিবর্তন আনবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মানসিক বন্ধন এবং মানুষে মানুষে যোগাযোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বড় মূল্যবান বিষয়।
বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার সিলেট-শিলচর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই উৎসবের লক্ষ্য হলো সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগকে উন্নীত করা, যা সিলেট এবং শিলচর শহরকে সংযুক্ত করে।
উল্লেখ্য, সিলেট-শিলচর উৎসবের প্রথম সংস্করণ ২০২২ সালে ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত আসামের শিলচরে অনুষ্ঠিত হয়েছিল।