শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নির্বাচনের পর সুনামগঞ্জে রেল লাইনের কাজ শুরু হবে, হবে বিমানবন্দরও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৫:৩০:২৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনা দেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। পুরোদেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। বিশ্বের মানুষ তাকে সম্মান করেন। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, উন্নয়নের এই জোয়ার বেগবান করতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
গতকাল শনিবার দুপুরে শান্তিগঞ্জস্থ মন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠকখানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে মন্ত্রী বলেন, ঢাকায় কিছু সুশীল, পন্ডিত ব্যক্তিরা আছেন তারা বুঝাতে চায় বাংলাদেশের মানুষ নাকি কষ্টে আছে আর ভোট দিতে পারে না। যারা এ সমস্ত কথা বলে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে। গ্রামের সাধারণ মানুষ কি চায় সেটাই আমাদের বিবেচ্য বিষয়। কোন পন্ডিতের কথায় আমরা কান দিব না। গ্রামের মানুষ উন্নয়ন চায়, তারা সুন্দর জীবনযাপন চায়। তারা চায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চাই নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। সবার জন্য সমান সুযোগ দেয়া আছে। কিন্তু যারা এটা না করে নির্বাচনে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শেখ হাসিনাকে হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের প্রকৃত বন্ধু। তিনি বলেছেন আমার কাছে গোপালগঞ্জ আর সুনামগঞ্জ একই। তার প্রত্যক্ষ নির্দেশে সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে।
সুনামগঞ্জে রেললাইনের কাজ নির্বাচনের পরেই শুরু হবে। আমার আরেকটা স্বপ্ন আছে সুনামগঞ্জে একটি বিমানবন্দর করার। এমন জায়গায় বিমানবন্দর হবে যেখানে মানুষের সুবিধা হয়। শান্তিগঞ্জে পৌরসভার বিষয়টাও আমার মাথায় আছে। আমরা আর সুনামগঞ্জকে অবহেলিত জেলা দেখতে চাই না।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং দপ্তর সম্পাদক সেলিম রেজার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
শান্তিসমাবেশ শেষে মন্ত্রীকে নিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করে উপজেলা আওয়ামী লীগ। এরআগে সকালে বিশাল গাড়িবহর নিয়ে রানীগঞ্জ সেতুতে বিশ্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ প্রদান ও সম্মাননা গ্রহণ শেষে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গণ অভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি।
এদিকে, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন চাইলে আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আামাদের ভিসানীতি রয়েছে। মার্কিনীদের ভিসা নীতিতে বলা হয়েছে, নির্বাচন যারা বানচাল করতে চায় তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে না। কারা নির্বাচন বানচাল করে তা জনগণ জানে।
গতকাল শনিবার দুপুরে জগন্নাথপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এর সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের প্রতি তাদের আস্থা আছে। ২০০৯, ২০১৪, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, এবারও মানুষ ভোট দিবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সুশংকর পালের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল শুভাশীষ ধর, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কমিউনিটি নেতা বিজন কুমার দেব, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
এরআগে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর কৃষি ইনস্টিটিউটের কাজ পরিদর্শন করেন।