লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তার পিতৃবিয়োগে দানবীর ড. রাগীব আলীর শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৩:০১:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) অরবিন্দ রায়ের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। সিলেট নগরীর ধোপাদীঘির উত্তরপাড় এলাকার বাসিন্দা অরবিন্দ রায়ের পিতা অমূল্য রায় গতকাল শনিবার বিকেল ৩টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এক বার্তায় তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।