ভোটের পরিবেশ তৈরিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ সিইসি’র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৩:০৭:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভোটাররা যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গতকাল শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সিইসি বলেন, আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। সরকারের পুলিশ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় কীভাবে সুদৃঢ় করা যায়। তা নিয়ে আপনাদের কাজ করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয় সেজন্য নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণমূলক মানে যেখানে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসেন।