সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ঘুরে ফিরে লাভ নেই সময় শেষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৩:০৯:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঘুরে ফিরে লাভ নেই, সময় শেষ হয়ে গেছে। দয়া করে কেটে পড়েন। জনগণ আপনাদের টেনে নামাবে।’
গতকাল শনিবার দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করা। সেই জন্য সরকার আগের ক্লাস টু-থ্রিতে যে প্রবন্ধ পাঠ করা হতো সেগুলো পরিবর্তন করে ফেলেছে। জ্ঞানী দেশপ্রেমিক মানুষগুলোর জীবনীগুলোকে বাতিল করে অন্যদেশের কালচার ঢুকিয়ে দিয়েছে’।
তিনি বলেন, ‘পুরো দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে। এ থেকে মুক্তি পেতে মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির ওপর নির্ভর করলে চলবে না। অবৈধ সরকারকে কেউ সরিয়ে দিতে আসবে না। দেশের জনগণকেই সেটা করতে হবে’।
মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা ভালো কথা, শান্তির কথা শুনছে না। চোরা শুনে না ধর্মের কাহিনি। কথা শোনানোর জন্য যা কিছু দরকার তাই করতে হবে। দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সকল মানুষকে রাজপথে সোচ্চার হতে হবে।’