ইসরায়েলে ১০০ ও গাজায় ১৯৮ নিহত, অনেককে জিম্মি করেছে হামাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৩:১৩:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : গাজা থেকে রকেট হামলার পর ইসরায়েলে এ পর্যন্ত ১০০ জন নিহত এবং ৯০৮ জন আহত হয়েছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৮-তে দাঁড়িয়েছে। সেই সঙ্গে অনেক ইসরায়েলিকে জিম্মি করে হামাস গাজায় নিয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে হামাসের চলমান হামলায় এ পর্যন্ত ৯০৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নজিরবিহীন এ হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
এ ছাড়া, আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার সীমান্তের নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর নিরিমে হামাসের ৯ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গতকাল শনিবার ভোর থেকে ইসরায়েলি ভূখ-ে ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে লড়াই করছে।