জেনোসাইডকে স্বীকৃতির দাবিতে সিলেটে সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৩:৫৭:০২ অপরাহ্ন
১৯৭১ সনের নৃশংস বাংলাদেশ জেনোসাইডকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়ার দাবিতে ‘আমরা একাত্তর’ সিলেট জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট সমর বিজয় সী শেখর।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং তাঁদের রক্ত ও কান্নার এক বিশাল সমুদ্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম।
বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে আমাদের সরকার, প্রতিবাদী জনসমাজ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ দেশ বিদেশের বুদ্ধিজীবী ও মানবাধিকার ব্যক্তিবর্গ জেনোসাইডকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ তারিখটিকে জাতীয় জেনোসাইড দিবস হিসেবে ঘোষণা করে দিবসটি পালন করে আসছে। কিন্তু পরম পরিতাপের বিষয় জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত মহাবিভীষিকার পর এ পর্যন্ত সংঘটিত সবচেয়ে বড় এই বাংলাদেশ জেনোসাইড নিয়ে এতটুকু রা-শব্দ করেনি। যা জাতিসংঘের মূলনীতির পরিপন্থী বলে আখ্যায়িত করেন।-বিজ্ঞপ্তি