বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
জীবনে প্রতিষ্ঠা পেতে হলে অনুশীলনের বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৪:২০:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন স্থানে গতকাল রোববার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। পৃথক এসব অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে প্রতিষ্ঠা পেতে অনুশীলনের বিকল্প নেই। দেশ ও জাতিকে এগিয়ে নিতে নিজেকে শিক্ষা ও মানবিক মূলবোধে আলোকিত হওয়ার আহবান জানান বক্তারা। নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ১৫ তম ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই জাতির সম্পদ। জীবনে প্রতিষ্ঠা পেতে অনুশীলনের বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনসম্পদে হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ : সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন হতে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন। শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শেষে নবাগত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মকানুন মেনে নিয়মিত শ্রেণি পাঠদানসহ সব সহপাঠ্যক্রমিক বিষয়ে অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে। উল্লেখ্য, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০১৯ সালে যাত্রা শুরু করে। প্রধান উপদেষ্টা, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং পরিচালনা পর্ষদের সভাপতি, ব্রিগেড কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড-এর দক্ষ নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে দেশব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে।
স্কলার্সহোম মেজরটিলা : স্কলার্সহোম মেজরটিলায় গতকাল রোববার কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে একাদশ শ্রেণি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কলেজ শাখার প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল ও অভিনন্দন কার্ড দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এরপর স্কলার্সহোম মেজরটিলা কলেজ নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকদের পরিচয় তুলে ধরা হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন এবং জীববিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ।
সিলেট আইডিয়াল কলেজ : সিলেট নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ১৫ তম ওরিয়েন্টেশন ক্লাস গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কলেজের অধ্যক্ষ আবুল হাসেমের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মাহফুজা কাওসার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রভাষক খুররম আজাদ, আল আমিন, রোকেয়া বেগম ও মাহমুদ বিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক দেওয়ান আছকির আলী। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সুরাইয়া বেগম ও সায়েলা বেগম।
উইমেন্স মডেল কলেজ : নগরীর নয়াসড়কস্থ উইমেন্স মডেল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার সিলেট নগরী পূর্ব শাহী ইদগাস্থ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল। ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক স্নিগ্ধা চক্রবর্তী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামাম।
অনুষ্ঠানটি ছিল দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আলোচনা সভা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ; এবং দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক মামুনুর রশীদ এবং গীতা পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক অলোক নন্দন। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। আলোচনার সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-কলেজের সিনিয়র প্রভাষক মৌসুমী আক্তার খানম; এবং কলেজ কো-অর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক কাজী মাহবুবুল আলম মঞ্জুর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃৃতিক আয়োজন। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলো উইমেন্স মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিরা আক্তার শাহী এবং দ্বাদশ শ্রেণির
শিক্ষার্থী উম্মে আফসানা নীলা। একাধিক আবৃত্তি, গান, অভিনয় ও নৃত্যের মাধ্যমে মুখরিত হয়ে উঠেছিলো পুরো আয়োজন।
তৈয়ব আলী ডিগ্রি কলেজ : জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ ।
কলেজের ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আইয়ুব আলী, আবুল খায়ের, শাহানা বেগম, তপন কুমার নাথ, মাসুক আহমদ, খসরু নোমান, নন্দন দত্ত, গুরু দাস রায়, দুলাল হোসেন, শফিকুল ইসলাম, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, আফরিন সুলতানা সোমা, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণীর মাসুদ রানা, রিমন আহমদ ও দ্বাদশ শ্রেণীর সুমন আহমদ, মিনা আক্তার, রাহেল আহমদ, মাসুদ হাসান চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুরুতেই নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, কলেজের নিয়ম শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়।
জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ : জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দের সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক শাহ আলম, প্রভাষকদের মধ্যে উম্মে নাসরিন খানম, মাকসুদা লিলি, নুরুল ইসলাম, অলকেশ দে, আরাফাত রুস্তম, কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, গীতা রানী দে, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মনির উদ্দিন, সহকারী শিক্ষক সহিদুর রহমান, মাহবুব আলম, সহকারী লাইব্রেরীয়ান আলা উদ্দিন, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী সেলিনা বেগম, ল্যাব সহকারী সাহাব উদ্দিন, জসীম উদ্দিন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মনি আক্তার। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়।