নগরীতে বিএসটিআই’র অভিযানে স্বপ্নকে ৫ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৫:১৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর আম্বরখানার মেসার্স স্বপ্নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চিকেন নাগেটস পণ্যের অনূকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে স্বপ্নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম, পরিদর্শক (মেট্রোলজি) রাইসুল ইসলাম। বিএসটিআই জানায়, সিলেটে এ রকম অভিযান অব্যাহত থাকবে।