সিলেট মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩৫:৪৮ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আজ সোমবার বিকেল ৪টায় আম্বরখানা পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সিলেট মহানগর যুবলীগের কার্যনিবাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীকে মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। দপ্তর সম্পাদক সাকারিয়া হোসেন সাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।-বিজ্ঞপ্তি