বিভিন্ন রেলওয়ে জংশনে মানববন্ধন
সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার লাইনে বিরতিহীন ট্রেন চালুর দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩৮:১২ অপরাহ্ন
সিলেট বিভাগের অধিবাসী ও দেশি বিদেশি পর্যটকদের যাতায়াত, জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি ও সম্প্রসারণের সুবিধার্থে সিলেট বিভাগ গণদাবী ফোরাম ও সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ ঢাকা এর যৌথ উদ্যোগে গত শনিবার বেলা ১১টায় রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন, শ্রীমঙ্গল ও কুলাউড়া রেলওয়ে জংশনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সিলেট বিভাগীয় রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে পালিত মানববন্ধনে ২০ দফা দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন, ক্যাব’র সভাপতি জামিল চৌধুরী, লেখক আফতাব চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ আবুল কালাম আজাদ চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এডভোকেট আব্দুল মালিক, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক এম আহমদ আলী, রিয়াজ উদ্দিন, কয়েছ আহমদ সাগর, ডা. হেমন্ত কুমার পাল, মোঃ শওকত আলী, রুহুল ইসলাম মিঠু, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ ঢাকার আজীবন সদস্য সালা উদ্দিন রিমন, মোস্তফা কামাল, শিক্ষার্থী মুর্শেদ আহমদ, তায়েফ চৌধুরী, অজিত দাস, এম ইফতেখার হোসেন সুজন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার লাইনে আধুনিক ও মানসম্পন্ন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, যাত্রীসেবার মানোন্নয়ন, পর্যটক ও প্রবাসীদের জন্য পর্যাপ্ত আসন সংরক্ষণ ও হেল্প ডেস্ক চালু, সিলেট-আখাউড়া রেল লাইনকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, সিলেট-আখাউড়া রেল পথের সকল স্টেশনসমূহে অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন, সিলেট বিভাগের কুলাউড়া-শাবাজপুর রেললাইন চালু করে ভারতের গোয়াহাটি পর্যন্ত ট্রেন চালু, সিলেট-ছাতক রেললাইন পুনরায় চালু, ব্রিজ ও স্টেশন সমূহ পুনঃনির্মাণ ও আধুনিকায়ন, অবিলম্বে সিলেট-ছাতক-সুনামগঞ্জ-নেত্রকোণা-ময়মনসিংহ-ঢাকা রেললাইনের নির্মাণ কাজ শুরু, শমসেরনগর বিমানবন্দর চালু করা, শিক্ষার উন্নয়নে মৌলভীবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করা, বিভাগীয় শহর সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পসের অবকাঠামো নির্মাণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।-বিজ্ঞপ্তি