মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনায় এক টেবিলে আওয়ামী লীগ, বিএনপি ও জাপা নেতৃবৃন্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪২:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য এক টেবিলে বসে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে শহরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা হক ও জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ওয়াজিউল মেহেদী।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার শহর একটি সুন্দর ও প্রবাসী অধ্যুষিত শহর। তাছাড়া মানুষের চলাফেরা খুবই পরিপাটি, শহরের মানুষ সুস্থভাবে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশে পাশে অনেক বাসা ও মার্কেট থাকায় এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক এডভোকেট নিয়ামুল হক জানান, আমরা বিভিন্ন দলের সবাই এক হয়েছি একটি সামাজিক সমস্যা দূর করতে। মূলত এর মাধ্যমে আমরা একটি ম্যাসেজ দিতে চাই যে, সকল দল এক হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান প্রমুখ।