বন সুরক্ষায় স্থানীয় তরুণদের উদ্যোগ
রাতারগুল থেকে পাঁচ বস্তা প্লাস্টিক-পলিথিন উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ১:০৯:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র মিঠাপানির জলারবন রাতারগুল থেকে পাঁচ বস্তারও বেশি মানবসৃষ্ট অপঁচনশীল বর্জ্য প্লাস্টিক-পলিথিন, চিপস-বিস্কুটের প্যাকেট ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে রাতারগুল গ্রামের তরুণদের সংগঠন রাতারগুল সমাজ কল্যাণ পরিষদ বনের ভেতরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
পরে, এক অনুষ্ঠানে তরুণরা বনটি সুরক্ষায় নিজেদের সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতির কথা জানায় এবং এ বনে আগমনকারী সবাইকে বনের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানায়।
এর আগে তারা পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান সূচক ‘দয়া করে ময়লা-আবর্জনা ও পলিথিন-প্লাস্টিক পানিতে ফেলবেন না’ লেখা স্টিকার পর্যটকবাহী নৌকাগুলোতে লাগিয়ে দেয়। রাতারগুল গ্রামের তরুণদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা আরও জানায়, সপ্তাহে প্রতি বুধবার তাদের ৩ (তিন) জন করে সদস্য বনের মধ্যে পরিবেশ বিনষ্টকারী পদার্থ খুঁজতে বের হবে এবং ভেতরের অবস্থা তদারকি করবে।
বেলা একটা থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান শেষ হয় বিকেল তিনটায়। পরে, রাতারগুল ছাউনিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘প্রায় এক যুগ আগে রাতারগুল যে অবস্থায় ছিল, এখন সে অবস্থায় নেই। এতদিন ধরে নিয়মিত পর্যটকদের আগমনে রাতারগুল বন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ বছর আগের শিশুরা আজ বড় হয়েছে। তারা বনটি রক্ষায় উদ্যোগী হয়েছে; যা অত্যন্ত আশার বিষয়।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘রাতারগুল একটি বিশেষ ধরনের বন। আমরা প্রথম থেকে বনটি সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছি। বনের ভেতরে কিছু কার্যক্রম একেবারেই অন্যায্য। কিছু পর্যটক বনের মধ্যে উচ্চস্বরে গান-বাজনা করেন, অনেকে অবিবেচকের মতো প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট ফেলে দেন; যেগুলো এ বনের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভূমি সন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘রাতারগুলে এসে এক ধরনের নবজাগরণ দেখেছি। মানবসৃষ্ট জঞ্জাল পরিষ্কারে এ গ্রামের তরুণদের কর্মযজ্ঞ সত্যি ভালো লাগার মতো। এটি একটি চমৎকার উদ্যোগ।’
রাতারগুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছয়ফুল আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আনিস মাহমুদ, শুয়াইবুল ইসলাম, রাতারগুল সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা গিয়াস উদ্দিন, মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমির আলী, আরব আলী, সুনা মিয়া, হারিছ মিয়া, মিনহাজ উদ্দিন, ফখরুল ইসলাম, আজির উদ্দিন, সৈয়দ ফজলু মিয়া, বিলাল, রাসেল সিদ্দিকী, ফারুক আহমদ, সংগঠনের অন্যান্য সদস্যের মধ্যে দুলু মিয়া, লুকমান আহমদ, ময়নুল আহমদ, শাকিল আহমদ, কামরুল ইসলাম, পারভেজ আলম, শিপল, তুহিন, আয়নাল, মুস্তাকিম, সাইফুর রহমান, নাছিম প্রমুখ।