ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ক্যামডেনের মেয়র নাজমার সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ১:১২:৪৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডন বরো অব ক্যামডেনের মেয়র নাজমা রহমান।
গত রোববার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় তাকে অভ্যর্থনা জানান সারাহ কুক।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। লন্ডন বরো অব ক্যামডেনের মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার বাংলাদেশ সফরে এলেন নাজমা।