আকবেট ও গণস্বাক্ষরতা অভিযানের আলোচনা সভা
শিক্ষকতা কেবল নিছক একটি পেশা নয় —–এএসএম কাসেম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ১:১৯:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি এ এস এম কাসেম বলেছেন, উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। শিক্ষকতা নিছক পেশা নয়, এর পিছনে অনেক দায়িত্ববোধ আছে। তিনি বলেন, একসময় মানবিক গুণসম্পন্ন শিক্ষক ছিলেন, এখন তা অনেক কমে গেছে। এর পেছনে অনেকগুলো কারণও রয়েছে।
বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল সোমবার ‘কাক্সিক্ষত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশি^ক অপরিহার্য্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আকবেট ও গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আকবেট’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক কবির আহম্মদ মোল্যা, সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, স্কলাসহোর্ম মেজরটিলা ক্যাম্পাসের প্রিন্সিপাল ফয়জুল হক, সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য সমাজে সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী, অভিভাবক, চা শ্রমিক, বেদে সম্প্রদায় ও সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।