গোলাপগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত টানা বর্ষণে টিলাধস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৫:০৬:৫২ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোলাপগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বজ্রপাতে মারা যান উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের কনর মিয়ার ছেলে বাবুল আহমদ (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান।
এদিকে গত চার দিনের টানা বর্ষণে একই ইউনিয়নের নোয়াগাঁও এর আব্দুর রশিদের বসতবাড়ি টিলাধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুর রশিদ স্থানীয় লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী। ঘটনার সংবাদ পেয়ে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান ও ইউপি সদস্য আব্দুল মালিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান মোঃ খলকুর রহমান জানিয়েছন, বজ্রপাতে নিহতের ও টিলাধসে ক্ষতিগ্রস্তের ঘটনা দু’টি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে এবং আব্দুর রশিদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছ। উল্লেখ্য গত বছর বর্ষাকালে একই ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় টিলা ধসে একজনের মৃত্যু হয়।