নগরীর মিলেনিয়াম মার্কেটে দিনে দুপুরে মোবাইলের দোকানে চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৫:০৭:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর জিন্দাবাজারস্থ সিলেট মিলেনিয়াম মার্কেটে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টা ২১ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের ভেতরে মার্কেটের দুটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দোকানের তালা খুলে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা আবার দোকানের সাঁটারে নতুন করে তালা দিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবি হাট ও সেল টেক ফোনের দোকানে গতকাল সকালে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র পনের মিনিটের মধ্যেই চোরেরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ এক দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর দোকানে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ও ডিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।