সুনামগঞ্জে ডিবির অভিযানে
মোটরসাইকেলসহ এক মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৫:০৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও গাঁজা পরিবহন কাজে নিয়োজিত একাট প্লাটিনা মোটরসাইকেলসহ এক মাদক কারবারী আটক হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক জুবাঈদ (২২) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. হারুন মিয়ার পুত্র। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার গৌরারং ইউপির লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা (যার বাজার মূল্য ৩৭ হাজার ৫শ’ টাকা ও গাঁজা পরিবহন কাজে নিয়োজিত একটি প্লাটিনা মোটর সাইকেলসহ মাদক কারবারী জুবাঈকে আটক করা হয়। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।