আ’লীগ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে —-শফিকুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৩:৫৯:৪০ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জনগণের কোন উন্নয়ন করেনি, করেছে তাদের নিজেদের। তাই জনগণের সম্পদ লুটপাট করে খুনী তারেক বিদেশে বসে বসে আন্দোলনের নামে দেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। অন্যদিকে, আওয়ামী লীগ আন্দোলন করে মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংগঠনের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী তফজ্জুল আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা যুবলীগের শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতার মিয়া।
বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমশের আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আলম, ৫নম্বর ওয়ার্ডের সভাপতি ছিদ্দেক আলী, যুবলীগ নেতা রিয়াজ মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে দোয়া পরিচালনা করেন মুন্সিরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।