রাগীব-রাবেয়া মেডিকেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
অজ্ঞতার কারণে মানসিক রোগ নিরসনের পরিবর্তে আরও মারাত্মক আকার ধারণ করে ————-দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৪:১০:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেছেন, মানসিক রোগ সম্পর্কে অজ্ঞতা, ভ্রান্ত ধারণা, ভীতি, লোক লজ্জা ও বিভিন্ন কুসংস্কারের কারণে মানুষ মানসিক রোগের বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে অপ্রচলিত অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করছে। ফলে মানসিক রোগ নিরসনের পরিবর্তে আরও মারাত্মক আকার ধারণ করছে। অথচ একটু সচেতনতাই পারে আপনার স্বজনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
তিনি গতকাল মঙ্গলবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩২তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ ও হাসপাতালের পরিচালক প্রফেসর মো. তারেক আজাদ, মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শফিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর করা ও জনসচেতনতা সৃষ্টিতে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সাল থেকে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন কর্মসূচির সূচনা করে। বাংলাদেশও যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করছে। এর অংশ হিসেবে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নানা কর্মসূচি পালন করে।
বক্তারা আরো বলেন, আধুনিক নগরায়ণ, আর্থসামাজিক অবস্থা, মানসিক চাপ, বংশগতি, অন্যান্য শরীরবৃত্তীয় ও মনোসামাজিক কারণে দেশে দিনদিন মানসিক রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার অনেকে মানসিক সমস্যাকে রোগ মনে করে না। বিশেষ গুরুত্বও দেন না এবং সঠিক চিকিৎসা করাতেও উদ্যোগী হন না। ফলে মানসিক সমস্যা ভেতরে ভেতরে আরও বেশি বাড়তে থাকে। এই পরিস্থিতিতে আমাদের স্বজনদের সচেতন ভূমিকা পালন করতে হবে।