কমলগঞ্জে আগুনে পুড়লো ৬ পরিবারের বসতঘর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:২২:১৪ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ পরিবারের টিনের তৈরি বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার আংশিক বালিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- কামাল মিয়া, রঙ্গি বিবি, হালেমা খাতুন, রুনা বেগম, মতিন মিয়া ও হাবিবুর রহমান।
জানা যায়, দুপুরে রান্নার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে হাবিবুর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহোযোগিতায় প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ বা আহত হননি।
ক্ষতিগ্রস্তরা জানান, মুহূর্তেই আমাদের ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি আমাদের পরনের কাপড়গুলোও পুড়ে গেছে। সব পরিবার মিলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন তারা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আগুনে ক্ষতিগ্রন্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় ৫ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।