শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:২৬:৫২ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জের হোটেল ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে রবিউল হাসনাইন নিয়াদ (২) বাড়ির সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ নিয়াদকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পুকুরে গিয়ে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সাথে সাথে তাকে পুকুর থেকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিয়াদকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান।