গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:২৮:২৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর নওয়াপাড়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ (২০) গাড়িচালক সুমন আহমদের স্ত্রী। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় ফুলবাড়ি নওয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৮৯ নম্বর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শাশুড়ির সাথে নিহত পুত্রবধূ একসাথে গোসল করেন। পরে শাশুড়ি একটি কাজে বাড়ির বাইরে গেলে ফিরে এসে দেখেন পুত্রবধূর ঝুলন্ত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ফুলবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম বলেন, আমি এ খবর জানার পর সাথে সাথে চলে আসি এবং পুলিশকে খবর জানাই।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।