কানাইঘাটে বিএসটিআই’র অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:৩২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কানাইঘাটে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে গতকাল মঙ্গলবার। উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়ম, অনুমোদনবিহীন পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের অপরাধে তের প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন কানাইঘাটের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।
অভিযানে কানাইঘাট বাজারের আল আরাফাত ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, সড়কের বাজারের নিউ পানসি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আল শাহেদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, কানাইঘাট শাপলা পয়েন্টের মেসার্স ফ্রেন্ডস কসমেটিকসকে ২ হাজার টাকা, আল হাসান কসমেটিকসকে ২ হাজার টাকা, সিটি পয়েন্ট কসমেটিকসকে ১ হাজার টাকা, আল রিয়াদ কসমেটিকসকে ২ হাজার টাকা, পিউরিয়াকে ৫ হাজার টাকা, রায়হান ফ্যাশনকে ১ হাজার টাকা, নজরুল পোল্ট্রিকে ২ হাজার টাকা, সড়কের বাজারের হক ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, রাজ জুয়েলার্সকে ২ হাজার টাকা এবং মডার্ণ স্ন্যাক বার এন্ড রেস্টুরেন্টেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা রাইসুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মো. আল আমিন।