ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা আফরিন আক্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১:১৮:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর ঢাকা সফর করতে পারেন তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। তাঁর সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের বিষয়টি
চূড়ান্ত হয়েছে।
এই সফরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে গত বছরের ৫ নভেম্বর দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন। সে সময় তিনি পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া গত ১২ থেকে ১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফরিন আক্তার।