শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:০৬:৩২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের লুৎফর রহমানের পুত্র হাবিল মিয়া (২৩) ও ছমির আলীর পুত্র মো. সাইদুর রহমান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির সময় খবর আসে একটি পিকআপ যোগে একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এরপর চেকপোস্ট পরিচালনা করলে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুই কারবারীকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদকরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।