রোহিতের ব্যাটিং তান্ডবে ভারতের দাপুটে জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:১৫:২৭ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক ঃ আফগানদের ২৭২ রানের ইনিংস মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় ভারতকে। কিন্তু দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিয়ে ২৭৩ রান মামুলি লক্ষ্যে পরিণত করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত শর্মা। তাঁর রেকর্ড গড়া সেঞ্চুরিতে ১৫ ওভার হাতে রেখে ৮ উইকেটে দাপুটে জয় তুলে নেয় ভারত।
গতকাল বুধবার টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। দলের হয়ে ৮৮ বলে ৮০ রান করেন হাশমতউল্লাহ শহিদি এবং ৬৯ বলে ৬২ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ২৭৩ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তান্ডব চালাতে থাকেন রোহিত শর্মা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৬৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। বিশ্বকাপের ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড ৭টি সেঞ্চুরি করেছেন রোহিত। এতদিন ৬টি সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে ছিলেন রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকার। এদিন রোহিত শর্মা ইশান কিশানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ১৫৬ রান করেন। এরপর ৪৭ বলে ৪৭ রান করে ফেরেন ইশান কিশান। দলীয় ২০৫ রানে ফেরেন রোহিত। তার আগে ৮৪ বলে ১৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন। রোহিত আউট হওয়ার পর স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৫৬ বলে ৬টি চারের সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলে ২৫ রান করেন ¯্রয়োশ আইয়ার।