ঝান্ড মন্ডু জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:১৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে পুলিশের অভিযানে ঝান্ড মন্ডু জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ঝান্ড মন্ডু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত সবাই পাক্কা জুয়াড়ি। সুযোগ পেলেই বসে পড়েন জুয়ার আসরে। এরা জুয়ার মধ্যে বেশি আসক্তি ঝান্ড মন্ডু খেলায়। গত মঙ্গলবার বিকেলে লোকচক্ষুর আড়ালে এমন আসরই বসিয়েছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনসাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও নজর এড়ায়নি পুলিশের। অভিযান চালিয়ে ঝান্ড মন্ডু খেলার ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে বিজয় দেব (৫২), মিঠু (২৮), আবদুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ, পুতুল বিশ্বাসকে (৩০) নগরীর চালিবন্দরস্থ ট্রেড সেন্টারের ভেজিটেবল মার্কেটের পশ্চিমে জননী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী একটি কক্ষ থেকে আটক করা হয়।
এছাড়া, পশ্চিম কাজিরবাজার কাঁঠালহাটাস্থ আলতাব ট্রেডার্সের ভেতর থেকে আটক করা হয় দুলাল সরকার (৬৪), সানি মিয়া (২০), সাখাওয়াত হোসেন (৩৫) ও কাশেম মিয়া (৩৫)।