গোলাপগঞ্জের প্রবীণ আলেম মাওলানা আব্দুস সামাদের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:২১:১৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জের প্রবীণ আলেম, ফুলবাড়িয়া আজিরিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সামাদ আর নেই। তিনি গতকাল বুধবার সকালে উপজেলার ফুলবাড়ির মরহুমের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, নয় পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি ফুলবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
গতকাল বুধবার বাদ আসর মরহুমের নিজ এলাকা ফুলবাড়ি পূর্বপাড়া বড় মোকাম জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের পুত্র হাফেজ মাওলানা নুরুল হুদা। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ফুলবাড়িয়া আজিরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকির হুসাইন, বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল খালিক, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা মুহিবুল্লাহ হোসেনেগীর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এম এ মতিন, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।