নিখোঁজ তিন কিশোরের একজনের সন্ধান মিলেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:২৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের পৃথক পৃথক জায়গা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরের মধ্যে একজনের খোঁজ মিলেছে। বাকি দুজনের খোঁজে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। নিখোজ হওয়া কিশোরেরা সিলেটের শাহপরান, গোয়াইনঘাট ও জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরে নিখোঁজদের স্বজনরা স্ব স্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিভিন্ন থানায় জিডি সূত্রে জানা যায়, ১৬ দিনের মধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া কিশোরদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। তিন কিশোর হল, সিলেট সদর উপজেলার জালিজ মাহমুদ সিয়াম (১৬), গোয়াইনঘাট উপজেলার মো. উসমান আহমদ (১৩) এবং জকিগঞ্জ উপজেলার মো. মাহফুজুর রাহমান (১৬)। এরমধ্যে জকিগঞ্জের মো. মাহফুজুর রহমানের সন্ধান মিলেছে।
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে মো. মাহফুজুর রহমান ৪ অক্টোবর থেকে নিখোঁজ হয়। মাহফুজুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদরাসার উদ্দেশ্যে বের হওয়ার পর তার আর কোনো খবর পায়নি পরিবার।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন গতকাল বুধবার বলেন, মাহফুজুর রাহমানের খোঁজ মিলেছে সিলেট শহরে। জানা যায়, সে বাড়ি থেকে রাগ করে বের হয়েছিল। সে বর্তমানে স্বজনদের হেফাজতে রয়েছে। অপরদিকে বাকী দুই কিশোরের সন্ধান এখনো পাওয়া যায়নি।