বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলো শাবির ৭৭ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:২৯:৪৫ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন শিক্ষার্থী পাচ্ছেন বাংলাদেশ সরকারের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’। সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই মন্ত্রণালয়ের উপসচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফেলোশিপপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় মোট তিন ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, কৃষি ও খাদ্য) তিন ধরনের ডিগ্রিতে (এমএস, এমফিল ও পিএইচডি/ গবেষণা) অধ্যয়নরতদের এ ফেলোশিপ দেওয়া হচ্ছে।
ওই তালিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে ৩২, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে ২৪, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ২১ শিক্ষার্থী রয়েছেন।