জলকরকান্দি-পারাইরচক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেশে এখন আর কাঁচা সড়ক দেখা যায় না —–হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১১:২৭:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জলকরকান্দি-পারাইরচক সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সড়ক পাকাকরণ কাজে ব্যয় হবে ২ কোটি টাকা। সড়কটির কাজ শেষ হলে ওই এলাকার ৫ হাজার মানুষের চলাচল সহজ হবে । জলকরকান্দি হয়ে দক্ষিণ সুরমা উপজেলায় যাতায়াত করা যাবে দ্রুত সময়ে ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি হাবিব বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন করেছে তা অতীতে কোনো সরকার-এর আমলে হয়নি। সরকার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। দেশে এখন আর কাঁচা সড়ক দেখা যায় না। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আজির উদ্দিন, ফুরুক মিয়া, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সিলাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী সাদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইছবর আলী চৌধুরী, সিলেট জেলা যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী পলাশ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম মেম্বার, শ্রমিকলীগের সভাপতি কিবরিয়া আহমদ অপু, যুবলীগ নেতা শাহ খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, লাকী নোমান , আজিজ আহমদ , রাব্বি আহমদ , আনহার মালিক প্রমুখ।