সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১১:৫৬:৫৬ অপরাহ্ন
পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা গত ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
এসজিএফএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, অতিরিক্ত সচিবসহ শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালক-পর্ষদের সদস্যবৃন্দ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানসহ সকল মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস, গ্যাস উপজাত কনডেনসেট, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এবং এনজিএল উৎপাদনের মাধ্যমে কোম্পানি সর্বমোট ১৬৩৮.১২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এই অর্থ বছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৫৬৫.৮৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে এবং কোম্পানির করোত্তর মুনাফার পরিমাণ ছিলো ২১৮.৮৬ কোটি টাকা।
সভা উপলক্ষে আয়োজিত নৈশভোজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, নার্গিস রহমান-এমপি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি