লিডিং ইউনিভার্সিটিতে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১১:৫৮:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ ‘রিফ্লেকসনস অব স্টুডেন্ট সেন্টারড লার্নিং ইন ওবিই’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সৈয়দ শাহরিয়ার রহমান।
তিনি ফলাফল ভিত্তিক শিক্ষায় কার্যকারী শিখন (একটিভ লার্নিং) কে গুরুত্ব দিয়ে বলেন, লার্নিং যতবেশি একটিভ হবে পাঠদান তত সহজ হবে। শিক্ষার্থীদের সবাইকে আলাদা অ্যাসাইমেন্ট না দিয়ে একজনের অ্যাসাইনমেন্ট দু/তিনজনকে দিয়ে রিভিউ করানো যেতে পারে। শিক্ষার্থীরা রিভিউ কিভাবে করবে এবং ফিচার কিভাবে আইডেন্টিফাই করবে তা শিক্ষক-শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিবেন। তিনি গ্রুপ ভিত্তিক একটিভিটিতেও জোর দেয়ার কথা বলেন।
রিসোর্স পারসন শিক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করবে তা শিখিয়ে দেয়া শিক্ষকের দায়িত্ব হবে উল্লেখ করে বলেন, লার্নিং হতে হবে প্রকল্প বা সমস্যা ভিত্তিক। আমাদের মনে রাখতে হবে পাঠদানে টিচিং-লার্নিং ছাড়া ফলাফল ভিত্তিক শিক্ষা বা আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়ন সম্ভব নয়।
প্রধান অতিথি সৈয়দ আব্দুল হাই বলেন, উচ্চ শিক্ষায় কোয়ালিটি এনসিউর করতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল হলো একটি সেন্ট্রাল পার্ট।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার কোঅর্ডিনেশনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।