আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে সিলেটে সাইকেল র্যালী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১২:০১:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নো পাসপোর্ট ভয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আয়োজনে সহযোগিতা করেছে আন্তর্জাতিক ফোরাম দি ক্লাব জি-১০০, হিউম্যান রাইটস উইং।
গতকাল বুধবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইকেল র্যালীটি শুরু হয়ে টেকনিক্যাল স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
নো পাসপোর্ট ভয়েজ ফাউন্ডেশনের ফাউন্ডার ব্যারিষ্টার ফাতেমা ওয়ারিথা আহসান এর সভাপতিত্বে ও কর্মকর্তা শরিফ হাসান ব্যাপী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন নো পাসপোর্ট ভয়েজ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রিয়াংকা আহসান। এছাড়াও নো পাসপোর্ট ভয়েজ ফাউন্ডেশনের সিলেট বিভাগের ১৫ জন গার্লস এডভোকেট সাইকেলিস্ট সহ ৫ জন নবনির্বাচিত গার্লস চ্যাম্পিয়ন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. তাহমিনা ইসলাম বলেন, আমরা চাই আমাদের মেয়ে শিশুরা কোনভাবেই যেন আর কোন বৈষম্যের শিকার না হয়। অকালে বাল্য বিয়ের থাবায় যেন ঝড়ে না যায়, তাদের পথ চলা যেন হয় মসৃণ, আরো সহজ। এমন একটি সমাজ আমরা চাই যেখানে প্রতিটি মেয়ে শিশু বেড়ে উঠবে তার স্বপ্ন ও আত্মমর্যাদা নিয়ে। কোন বঞ্চনার শিকার হবেনা।
এবার কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ’। বিজ্ঞপ্তি