বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ —–বিমান প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪:১৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে যার যার ধর্ম এবং উৎসব পালন করতে পারেন সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে খেয়াল রাখতে হবে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুনারুঘাট উপজেলার পূজামন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু তাহের মিয়া
মহালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মানিক সরকার ও মুহিতুর রহমান রুমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিধান রঞ্জন পাল, সাধারণ সম্পাদক সজল দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ চুনারুঘাট উপজেলার ৮৫টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ লাখ টাকা অনুদান বিতরণ করেন।