জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন ———– শফিকুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:২৩:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতীয় শ্রমিকলীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী, মেহনতী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে শ্রমিকলীগ নেতাকর্মী ঐক্যবদ্ধ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা শ্রমিকলীগের উদ্যোগে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে, ভোরে দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা দু’টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিকলীগের সহসভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, সিলেট গ্যাসফিল্ড সিবিএ এর সভাপতি মোহাম্মদ হারুন, জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক সুশান্ত দেব, জেলা নির্মাণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, জেলা স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য বিধুভূষন চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, সিলেট গ্যাস ফিল্ড সিবিএ এর সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, পরিবহন শ্রমিক লীগের নেতা সালমান আহমদ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, এ কে এম শিহাব, অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিলেট সদর উপজেলা শ্রমিক ীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু, সাধারণ সম্পাদক আব্বাছ আলী, সহ সভাপতি ইহছাক আলী মেম্বার, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সালেক আহমদ, জৈন্তাপুর উপজেলা, টি এন্ড টি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের মুনির উদ্দিন, রোকন উদ্দিন ভূইয়া সবুজ, কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শানুর আলী, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রূপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকলীগ নেতা রিয়াজ উদ্দিন, সিলেট জেলা হকার্স লীগের নেতা রাসেন্দ্র বাবু, আতিউর রহমান, ইয়াছিন আহমদ, লোকমান আহমদ, সুন্দর আলী, এমাদ উদ্দিন, মুরাদ আহমদ, সুজিত কুমার দাস প্রমুখ।
মহানগর শ্রমিকলীগের র্যালি ও আলোচনা সভা
জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় র্যালি শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সতিশ নাথ ঝন্টু, মহানগর যুবলীগের অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, জেলা যুবলীগের সহ-সম্পাদক মহি উদ্দিন মহি, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, মৌলানা সালাউদ্দিন একরাম, মাসুম আহমদ, ফয়েজ আহমদ, মো. রুবেল আহমদ, এডভোকেট শহিদুল্লাহ তালুকদার, হরি লাল দাস, আব্দুল জলিল লেবু, আব্দুল করিম পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানূর রহমান সেলিম, ধ্রুব জ্যোতি দে, ইয়াসিন আহমদ সুমন, বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনসার আহমদ, ফয়সল আহমদ, কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সজিব মালাকার, ফরহাদ আহমদ জীবন, ওমর ইসলাম ফয়সল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল ফয়েজ, সাকিল তালুকদার, আজমান আলী, খলিলুর রহমান, সুপংকর দাস, সেলিম আহমদ, রুবেল আহমদ, সম্পাদকমন্ডলীর সদস্য এডভোকেট মাজেদ আহমদ, নেওয়াজ শরীফ রাজু, সামিউল ইসলাম, মো: মফিজুল ইসলাম মিলন, পি. কে, দাশ মল্লিক, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, আনোয়ার হোসেন, আতিয়ার রহমান, রকিব আলী, ইউসুফ আলী, বসর আহমদ, মানিক মিয়া, আবদুল মতিন, শুয়েব আহমদ, জামসেদ আহমদ, সেলিম আহমদ, খালেদ আহমদ, রতন গৌড়, সুমন আহমদ, রুহুদ মিয়া, বিদ্যা রতœ রায়, রুহুল আমিন চৌধুরী, হকার্স লীগ নেতা মুরাদ আহমদ, উজ্জ্বল আহমদ, রেজাউল আলম, শ্রমিক নেতা হারুন আহমদ, রনি আহমদ, শাহাব উদ্দীন, রুবেল আহমদ, আব্দুল্লাহ মিয়া, সুজিত সুত্রধর, শেখ ফরিদ, সালমান আহমদ, মুরাদ আহমদ, এমাদ উদ্দিন, সুন্দর আলী, জীবন আহমদ, আবাহনী মিয়া প্রমুখ।