শ্রীহট্ট পুরোহিতম-লীর ‘বেদবার্তা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৩৭:১৫ অপরাহ্ন
শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতম-লী সম্পাদিত ‘বেদবার্তা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনের ২য় তলায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন হবিগঞ্জের কৃষ্ণদ্বৈপায়ন বেদমন্দির এর প্রতিষ্ঠাতা আচার্য্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শাবির প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, প্রাবন্ধিক মনোজবিকাশ দেবরায়, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, ডেপুটি চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. রঞ্জিত দেবনাথ।
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য শ্রীহট্ট পুরোহিতম-লীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি