ওপেনিং ভালো হলে নিউজিল্যান্ড কঠিন হবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৪২:১২ অপরাহ্ন

বদরুদ্দোজা বদর
বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে চমৎকার শুরু করলেও ইংল্যান্ডের সাথে হেরে এখন অনেকটাই ব্যাকফুটে। ওপেনিংয়ে লিটন তার ফর্মে ফিরেছেন, এটা দলের জন্য সুখবর। কিন্তু তানজিদ পুরোপুরি ব্যর্থ। আজ লিটনের সাথে মেহদি মিরাজকে ওপেনিংয়ে খেলানো যায় কিনা টিম ম্যানেজমেন্টকে খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। ইনিংসের শুরুতে একট বড় পার্টনারশিপ না হলে টপ অর্ডারের সাথে মিডল অর্ডারেও চাপ পড়ে যায়। মাহমুদ উল্লাহ এবং নাসুমকে আজ মাঠে নামানো অত্যন্ত জরুরি। কারণ, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের উইকেট খুবই স্পিন সহায়ক। আর লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহ একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। বাড়তি একজন বোলার হিসাবেও তাকে কাজে লাগানো যাবে। এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ান স্পিনাররা ৬ উইকেট শিকার করেছে।
নিউজিল্যান্ডের জন্য সুখবর হচ্ছে তাদের নিয়মিত ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ইনজুরি কাটিয়ে আজ মাঠে নামছেন। এছাড়া ডেভন কনওয়ে এবং রাচিন রবিন্দ্র খুবই ভালো খেলছেন। উইল ইয়াং, টাম লেথাম সবাই রান পাচ্ছেন।
এবারের ওয়ার্ল্ড কাপে রান হচ্ছে প্রচুর। প্রথমে ব্যাটিং করলে তিনশ রানের বেশি স্কোর গড়তে হবে। ট্রেন্ট বাউল্ট, ইশ সোদি, লকি ফারগুসন আর মিচেল সানটনারদের মতো বোলারদের মোকাবেলা করে আজ টাইগার ব্যাটাররা ঝলসে উঠবেন নিশ্চয়ই- দেশবাসীর শুভ কামনা তাদের সাথে।