সিলেটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে আ’লীগ বিএনপির অঙ্গীকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৪৩:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগ, বিএনপিসহ ও নানা শ্রেণি-পেশার মানুষ। ‘রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হলাম’ এই শিরোনামে একটি পেইজ বোর্ডে স্বাক্ষর দেন তারা। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি এডভোকেসি সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
এ উপলক্ষে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি এ টি এম এ হাসান জেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুলের সঞ্চালনায় জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ৫ দফা সুপারিশসহ স্বাক্ষর সম্বলিত লিখিত একটি আবেদন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
পেইজবোর্ডে স্বাক্ষরকারীদের মধ্যে আরো রয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশতাক আহমেদ পলাশ, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিনারা হোসেইন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সরোওয়ার সবুজ, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবদুল মালেক, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনারা বেগম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেনা বেগম, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সিলেট জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক তানিয়া আহমেদ, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, রিনা আক্তার, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিতসহ প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট ইমাম সমিতির সভাপতি মওলানা হাবীব আহমেদ শিহাব, সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ন কবির, মদন মোহন কলেজ সিলেটের প্রভাষক দেবব্রত দেব, ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান, রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম, ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।