শান্তিগঞ্জ ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৪৩:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হওয়া তিনজনের মধ্যে স্কুল ছাত্রী, সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রী রয়েছেন।
শান্তিগঞ্জ ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের শায়খুল ইসলাম সজীবের মেয়ে তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের নুরজালালের পুত্র এমরান মিয়া (৪০)। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, দিরাই উপজেলার শরিফপুর গ্রামের হিরন মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), একই গ্রামের মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০) ও মৃত কটাই মিয়ার পুত্র মক্তছর আলী (৬০)। তাদের সবাইকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ঢাকা থেকে দিরাইয়ের উদ্দেশ্যে সাকিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস আসছিল। অপরদিকে, দিরাই থেকে সুনামগঞ্জের উদ্দেশে একটি সিএনজি (অটোরিক্সা) যাত্রী নিয়ে রওয়ানা করে। পাথারিয়া বাজার এলাকায় মাদরাসার পাশে সাকিন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার চালক ইমরান হোসেন ও সুরমা হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাওহিয়া আক্তার নিহত হন। আহত হন আরও দুই স্কুলছাত্রীসহ ৪ জন।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
হবিগঞ্জ ঃ হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২২) নামে এক সিএনজি চালক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শহরতলীর ২নং পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা সিএনজি অটোরিক্সা দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা চালক আলা উদ্দিন মারা যান।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে, ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।