ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে …….কলিম উদ্দিন আহমেদ মিলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৪৬:৪৪ অপরাহ্ন

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। মনে রাখবেন সরকার পতনে ঐক্যের বিকল্প নেই।’
তিনি গতকাল বৃহস্পতিবার শাল্লা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সম্পাদক মইন উদ্দিন চৌধুরী মাসুক, জেলা বিএনপির অন্যতম নেতা মুহাম্মদ আলী, হুমায়ূন কবির প্রমুখ।