গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৪৯:৪৩ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দড়া পূর্বচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নায়েক হারিছ আলীর স্ত্রী হাছনা বেগম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৫ আগস্ট তাদেরকে প্রাণে মারার চেষ্টায় আব্দুল হান্নানের পুত্র আলেক আহমদ (৪০), ছালেক আহমদ (৪২), লায়েক আহমদসহ (৩৭) কয়েকজন তাদের পরিবারের উপরে দা সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে তার মাথায় দা দিয়ে কোপ মারে। পরে পরিবারের অন্য সদস্যদের উপর হামলা চালায়। তাদের হামলায় তিনি, তার দুই পুত্র মইন উদ্দিন আহমদ ও জয়নাল আহমদ এবং পুত্রবধূ রিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে তার পুত্র মইন উদ্দিন আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় দড়া পূর্ব চক গ্রামের আব্দুল হান্নানের পুত্র আলেক আহমদ (৪০),
ছালেক আহমদ (৪২), লায়েক আহমদ (৩৭), ছালেক আহমদের পুত্র মারুফ আহমদ (২০), মাসুদ আহমদ (১৯), আলেক আহমদের স্থী মুসলিমা (৩২), লায়েক আহমদের স্ত্রী রুবি বেগম (২৭) এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পরে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা বীর মুক্তিযোদ্ধা হারিছ আলীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে। বর্তমানে তারা সেই মামলায় জামিনে আছেন। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা মিথ্যা মামলা করেই ক্ষ্যান্ত হয়নি। তারা প্রাণনাশের হুমকিসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। পরিবারসহ তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি ন্যায় বিচার ও আইনগত সকল সহযোগিতা, নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে মুক্তির জন্য সঠিক তদন্ত করতে পুলিশ প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানান, ইতিমধ্যে তার পুত্রের করা মামলায় দুইজন জেল হাজতে রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাছনা বেগমের পুত্র মইন উদ্দিন আহমদ।