নগরীতে শিবিরের বিক্ষোভ, আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:৫৩:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ ৭ দাবিতে গতকাল বৃহস্পতিবার নগরীর আম্বরখানা-সুবিদবাজার সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিবির নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা দেখা গেছে। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শিবিরের সিলেট মহানগর শাখার সভাপতি সিদ্দিক আহমদ। বিক্ষোভ মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি), জেলা পশ্চিম, জেলা পূর্ব, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মিছিল শেষে নগরীর রাজারগলি এলাকা থেকে শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক সুমন চৌধুরী। আটক ৩ জন হচ্ছেন- আলমগীর হোসেন, রেজউল কিবরিয়া ও তালহা বিন আলমগীর।