নৌপথ পুনরুদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৫:৩৭ অপরাহ্ন
সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো, তুমি কিছুই জানো না- এটা জানা। – সক্রেটিস।
জীবিত হচ্ছে মৃত নদীগুলো। বিলুপ্ত নৌপথও পুনরুদ্ধার করা হচ্ছে। এই কর্মযজ্ঞ চলছে এক যুগের বেশি সময় ধরে। কিন্তু বাস্তবে এর সুফল খুব একটা চোখে পড়ছে না। বরং রাষ্ট্রীয় তহবিলের টাকা ব্যয় হচ্ছে। অভিযোগ রয়েছে, ত্রুটিপূর্ণ পদ্ধতিতে নদী খনন ও পলি অপসারণের প্রক্রিয়া চলছে। তবে প্রকল্পে ধীরগতির কারণে ২০২৫ সালের মধ্যে বিলুপ্ত নৌপথ পুনরুদ্ধারের লক্ষ্যমাত্রা পূরণের ন্যূনতম সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অতি প্রাচীনকাল থেকেই বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ হিসেবে পরিচিত সারা বিশ্বে। সারা দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদী। এই নদ-নদীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মানুষের জীবন প্রবাহ। কোটি কোটি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার এই নদ-নদী। যাতায়াতের মাধ্যম হিসেবে নদীর ভূমিকা অতুলনীয়। মৎস্য সম্পদের ভান্ডারও এই নদী। কিন্তু আমাদের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এই নদ-নদীর এখন দুর্দিন চলছে। মরে যাচ্ছে অনেক নদী। অনেক নদীই হারিয়ে গেছে মানচিত্র থেকে। এক সময়ের খর¯্রােতা অনেক নদী এখন মৃতপ্রায়। অনেক নদীর বুকে শিশুরা খেলাধূলা করছে; আবার ফসল চাষ হচ্ছে কোন কোন নদীর বুকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে কমপক্ষে আট হাজার কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে। এখন বর্ষা মওসুমে নৌপথের পরিমাণ ছয় হাজার কিলোমিটার। আর শুষ্ক মওসুমে তার অর্ধেকে নেমে আসে নৌপথ। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ২০০৯ সালে দেশের ৫৩টি নৌপথ খননের মাধ্যমে পুনরুদ্ধারের মহাপরিকল্পনা নেওয়া হয়। প্রথম পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ২৪টি নৌপথের ১০ হাজার কিলোমিটার সচল করার লক্ষ্যমাত্রা ছিলো। তবে এ পর্যন্ত বিলুপ্ত নৌপথ পুনরুদ্ধার হয়েছে মাত্র তিন হাজার দুই শ কিলোমিটার। পাশাপাশি যথাযথভাবে খনন ও পলি অপসারণ না করায় অনেক নৌপথ পরিত্যক্ত হয়ে যাচ্ছ। নৌপথের অনেক স্থানে প্রয়োজনীয় খনন ও পলি অপসারণ করা হয়নি। কোন কোন স্থানে নামমাত্র খনন করা হয়েছে। তাই গত সাড়ে ছয় বছরে খনন হওয়া দুই হাজার ৪০০ কিলোমিটার নৌপথের সবগুলোতে নৌযান চলাচল করতে পারছে না।
এটা হচ্ছে নদীর নাব্যতা ফেরানো ও বিলুপ্ত নদী পুনরুদ্ধারের বিশাল প্রকল্প। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প চলছে ঢিমেতালে। কিন্ত এর বাইরে সারা বছরই দেশের সর্বত্র চলতে থাকে নদী খননসহ নদীকেন্দ্রিক নানা প্রকল্প। কিন্তু কোন প্রকল্পে কোনকালেই নদীরক্ষা হয় না। বরং উল্টো নদীর সর্বনাশই হয়। মাঝখানে সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়। এই টাকা চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। সুতরাং লুটপাটচক্রের মূলোৎপাটন না করলে কোন প্রকল্পই যথাযথভাবে বাস্তবায়িত হবে না।