সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আগাম প্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা সম্ভব ——–জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:২৬:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, র্যালি, অগ্নিনির্বাপন মহড়া ইত্যাদি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ত্রাণ ও পুনর্বাসন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা দুর্যোগ সম্পূর্ণ বন্ধ করতে পারিনা। তবে আগাম প্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা যায়। সঠিক সময়ে মানুষকে বার্তা পৌঁছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল স্তরের লোকজনকে এগিয়ে আসার জন্য আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো: নুরুল ইসলাম। বক্তব্য রাখেন ব্র্যাক এর জেলা সমন্বয়ক অনিক আহমদ অপু, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, প্রবীণ সাংবাদিক আল আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঞা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার মো: মাহবুবুল ইসলাম।